আমরা আনেক সময় বিভিন্ন কাজে বন্ধু বা অন্যলোকের সাথে কথা বলি,আর সেই সময় যদি আমাদের gf কল করে আর Waiting দেখে তো পরে কত কথাই না সুনতে হয়।আবার কখনো সুন্দর দেখতে ছেলেদের আনেক gf থাকে তাই একজনের সাথে কথা বলার সময় আর একজন কল করলে,কি সমস্যাই না হয়,আর আমাদের একের পর এক মিথ্যে বলতে হয়।আবার আপনারা ভাববেন না যে আমর অনেক gf আছে(আমি সুন্দর ছেলেদের কথা বলেছি)।
এখন কথা হলো এর সমাধান কিকরে করা যায়।যদিও এটা আনেকের জানা তবে যারা জানেনা আর নতুন প্রেম করতে শিখেছে এটা তাদের জন্য।তাহলে শুরু করা যাক সমাধান করার।
১।প্রথমে আপনি মোবাইলের "Setting" option -এ যান।
২।এবার "Call Setting"-এ যান।
৩।এখানে আপনি "Call Divert or Call Forward"-নামের একটি অপশান পাবেন।OK -করুন।
৪।এবার আপনি "If Busy or When Busy or Busy"-এর যেকোন একটি দেখতে পাবেন।OK করুন।
৫।এবার আপনাকে একটি নাম্বার দিতে হবে।এমন একটি নাম্বার দিন যেটি বন্ধ আছে বা যা অনেক আগেই আপনি বাদ দিয়েছেন।
Or,আপনি আপনার অন্য মোবাইলের নাম্বারও দিতে পারেন তাহলে কে আপনাকে কল করছে সেটা জানতে পারবেন।মানে কেউ আপনাকে কল করলে আপনার অন্য মোবাইলে রিং হবে।আর আপনি gf কে বলবেন যে আপনি অন্য কাজ করছিলেন তাই রিসিভ করতে পারেননি।এটা আমার একটা বন্ধু করে(আমার কথা বললে সমস্যা আছে তাই বন্ধু বললাম)।
এবার আপনার ইচ্ছামতো একটা নাম্বার দিয়ে OK করুন।
ব্যস এবার আপনি মনের সুখে কথা বলে যান ।
আর হা আগে আবশ্যই "Call Waiting" Deactivate করে দেবেন।
এখন কথা হলো এর সমাধান কিকরে করা যায়।যদিও এটা আনেকের জানা তবে যারা জানেনা আর নতুন প্রেম করতে শিখেছে এটা তাদের জন্য।তাহলে শুরু করা যাক সমাধান করার।
১।প্রথমে আপনি মোবাইলের "Setting" option -এ যান।
২।এবার "Call Setting"-এ যান।
৩।এখানে আপনি "Call Divert or Call Forward"-নামের একটি অপশান পাবেন।OK -করুন।
৪।এবার আপনি "If Busy or When Busy or Busy"-এর যেকোন একটি দেখতে পাবেন।OK করুন।
৫।এবার আপনাকে একটি নাম্বার দিতে হবে।এমন একটি নাম্বার দিন যেটি বন্ধ আছে বা যা অনেক আগেই আপনি বাদ দিয়েছেন।
Or,আপনি আপনার অন্য মোবাইলের নাম্বারও দিতে পারেন তাহলে কে আপনাকে কল করছে সেটা জানতে পারবেন।মানে কেউ আপনাকে কল করলে আপনার অন্য মোবাইলে রিং হবে।আর আপনি gf কে বলবেন যে আপনি অন্য কাজ করছিলেন তাই রিসিভ করতে পারেননি।এটা আমার একটা বন্ধু করে(আমার কথা বললে সমস্যা আছে তাই বন্ধু বললাম)।
এবার আপনার ইচ্ছামতো একটা নাম্বার দিয়ে OK করুন।
ব্যস এবার আপনি মনের সুখে কথা বলে যান ।
আর হা আগে আবশ্যই "Call Waiting" Deactivate করে দেবেন।
0 Comment "আপনার মোবাইল Waiting থাকলে কি আপনার GF রাগ করে। আর এজন্য আপনি কারো সাথে কথা বোলতে পারেন না।তাহলে এই ট্রিকস টি আপনার জন্য।"
একটি মন্তব্য পোস্ট করুন