কোন Software ছাড়াই এবার হাইড করুন আপনার Android ফোনের যেকোন ফোল্ডার।

আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ট্রিক যার সাহায্যে আপনি কোন Software ছাড়াই যেকোন ফোল্ডার হাইড করতে পারবেন।ট্রিক্সটি খুবই সোজা আর আনেকের জানা থাকতে পারে।যারা জানেন না,আমার পোস্টটি শুদ্ধু তাদের জন্য।আমরা আমাদের ব্যক্তিগত ছবি,ভিডিও ইত্যাদি সাধারনত কোন Software দিয়ে লক করে রাখি।তাই এই ট্রিক্সটির প্রয়োজন নাও হতে পারে ।তবুও জেনে রাখতে পারেন।কারন "শিক্ষার শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই।"
তাহলে চলুন শুরু করি।
**
প্রথমে আপনি আপনার ফোনের মেমরিতে প্রবেশ করুন।এবার যে ফোল্ডারটি হাইড করতে চান সেটা rename করুন।যদি আপনি Pictures ফোল্ডারটি হাইড করতে চান তাহলে" .Pictures "  নামে রিনেম করুন।নিচের চিত্রটি দেখতে পারেন।

এবার সেটিংস থেকে "Show file extension" টিতে টিক মেরে দিন।কোন কোন ফোনে এটি আগেই টিক দেওয়া থাকে।আর আপনার ফোনেও যদি  Show file extension টি এনাবেল থাকে তাহলে দেখবেন আপনি রিবেম করার  পরেই ফোল্ডারটি হাইড হয়ে গেছে।আর ফোল্ডারটি পুনরায় দেখতে হলে "Show hidden files" টিতে টিক মেরে এনাবেল করে দিতে হবে।আশাকরি আপনারা বুঝতে পেরেছেন,তবুও এখনো যারা বুঝতে পারেনি তাদের জন্য নিচের চিত্রগুলি দিলাম।







খোদা হাফেজ



0 Comment "কোন Software ছাড়াই এবার হাইড করুন আপনার Android ফোনের যেকোন ফোল্ডার।"

একটি মন্তব্য পোস্ট করুন