Tricks!! Read all messages of your friend's mobile without opening the sms !!

বন্ধু বা অন্য কারো মোবাইলে মেসেজ এলে খুব পড়তে ইচ্ছে করে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে মেসেজটি পড়ব তা Inbox এ দেখা যাবে যে সেটা পড়া হয়েছে। তবুও আমাদের ইচ্ছা থাকে তার মোবাইলের মেসেজটি পড়ার। কিন্তু মনে হয় মেসেজ পড়লে যদি সে কিছু মনে করে। কিন্তুএখন আর কিছু মনে করবে না । ওপেন না করে মেসেজ পড়তে পারবেন এখন থেকে।আপনার বন্ধু জান্তেই পারবেনা।

এজন্য আপনাকে শুধু আমার বলা নিচের স্টেপগুলি অনুসরণ করতে হবেঃ

১। নতুন মেসেজ এলে ওপেন করবেন না । শুধু back button চেপে Close করেদিন।
২। এবার Inbox এ যান।
৩ । তারপর Unread মেসেজ এরউপরে Pointer রেখে option এ যান।(সাধারন  মোবাইলে অপশান এ যান)
৪। Forword Option সিলেক্ট করুন।
৫।এখান থেকে মেসেজ টি পড়তে পারবেন। পড়া শেষ হলে কারো কাছে Forward না করে Exit করে বের হয়ে আসেন।
৬। এবার Inbox এ দেখুন মেসেজটি ওপেন করা হয়নি। Envelope symbol দেখাচ্ছে। তাহলে যার মোবাইল সে মনে করবে যে তার মেসেজ টি পড়া হয় নি।

খোদা হাফেজ


0 Comment "Tricks!! Read all messages of your friend's mobile without opening the sms !!"

একটি মন্তব্য পোস্ট করুন