Use your android phone as a mouse of computer !!

আমাদের অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আপনারা তো জানেনই আমাদের সেই অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস দিয়ে অনেক কিছু করা যায়। সেরকমই আজকে আমি একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে! শুধু মাউস কেন কীবোর্ড ব্যবহার করা যাবে না? হ্যাঁ, আপনি কীবোর্ডও ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপসটির নাম Remote Mouse.এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। এখন এই অ্যাপসটি আপনার কম্পিউটারে চালানের জন্য লাগবে আরেকটি অ্যাপ্লিকেশান। এথান থেকে ডাউনলোড করে নিন কম্পিউটার অ্যাপ্লিকেশানটি এবং ইনস্টল হয়ে গেলে ওপেন করুন , আপনার কাজ শেষ।


 এখন অ্যান্ড্রয়েড এর অ্যাপসটি ওপেন করুন।
নিচের ছবিতে লক্ষ করুন চিহ্ন জাগায় আপনার কম্পিউটারের আইপি(IP) অ্যাড্রেস দেওয়া আছে। সেখানে ক্লিক করুন।

কম্পিউটারের সাথে সংযোগ হয়ে গেলে নিচের ছবির মত জাগায় হাত দিলে আপনার কম্পিউটারের মাউস Point -ও নড়বে!
Remote Mouse 3
অ্যাপসটির নিচের দিকে কীবোর্ড আইকনে ক্লিক করলে কীবোর্ড ওপেন হবে এবং তার মাধ্যমে কিছু লিখতে পারবেন!
Remote Mouse 4
এই অ্যাপসটির মাধ্যমে আপনার কম্পিউটারের রান অ্যাপ্লিকেশান বন্ধ বা চালু করতে পারবেন! নিচের ছবিতে দেখুন।
Remote Mouse 5
দাঁড়ান আরও কিছু আছে। আপনার কম্পিউটারও বন্ধ করতে পারবেন! নিচের ছবিতে দেখুন।
Remote Mouse 6
কী অবাক হচ্ছেন এতো কিছু দেখে! তো দেরি কেন এখনই ডাউনলোড করে নিন Remote Mouse. আর অ্যাপসটির ওয়েব সাইটে ভিসিট করতে এখানে ক্লিক করুন।

নোটঃ এই অ্যাপসটি ওয়াইফাই ছাড়া চালান যাবেনা।

0 Comment "Use your android phone as a mouse of computer !!"

একটি মন্তব্য পোস্ট করুন