8 important firefox add-ons for your security...



সাম্প্রতিক সময়ে নিরাপত্তা (Security) বিষয়টি বেশ আলোচিত বিষয়ে রুপান্তরিত হয়ে পড়েছে| আর বর্তমান তথ্যপ্রযুক্তি বা অনলাইনের যুগে এর ঝুঁকি আরও বেড়ে গেছে| প্রায়ই তথ্য চুরি হচ্ছে বিভিন্নভাবে| এমন কি আপনি বর্তমানে যে ব্রাউজার ব্যবহার করে এই articles বা অনুচ্ছেদটি পড়ছেন তা কি নিরাপদ? এটি কি বিভিন্ন ওয়েবসাইটের আক্রমণ থেকে আপনাকে সুরক্ষিত রাখছে? প্রায়ই বিভিন্ন ওয়েবসাইট আপনাকে অবগত না করেই আপনার বিভিন্ন তথ্য চুরি করে থাকে| এগুলো সত্যিই অবাক করে দেওয়ার মত| বর্তমানে এসব রুখে দাড়াতে বিভিন্ন আইন প্রয়োগ করা হচ্ছে|
IE, Firefox, Chrome, Opera, Safari   এগুলোর মধ্যে Firefox ই হলো সত্যিকার অর্থে open source browser|
কিন্তু শুধু একটি open source browser একা যথেষ্ট নয়| এর সাথে কিছু শক্তিশালী addons ও প্রয়োজন| এখানে আপনাদের জন্য কার্যকরী এবং অতি সাম্প্রতিক কয়েকটি  Firefox security addons সম্পর্কে আলোচনা করা

*HTTPS Everywhere:

HTTPS Everywhere হলো সব privacy addons এর রাজা| এটি  Tor privacy project   এবং Electronic Frontier Foundation এর নিয়ন্ত্রণাধীনে ও পর্যবেক্ষণে    বেড়ে উঠেছে-যা এমন একটি সংস্থা যা অনলাইন বা digital world এর অধিকারের জন্য সংগ্রাম করে|
HTTP-এটি খুবই নিরাপদ ওয়েব ব্রাউজিং প্রটোকল| এটি SSL/TLS ব্যবহার করে  সার্ভার এবং আপনার ব্রাউজারের মধ্য   দিয়ে প্রবাহিত সব ওয়েব ডাটাকে encrypts  করে| এমন কি কেউ যদি আপনার সংযোগ বিচ্ছিন্নও করে ফেলে, তারপরও কনো ডাটা পড়তে বা কপি করতে পারবে না| এটি সত্যিই একটি কার্যকরী Firefox security addon|

*Ghostery :

Ghostery একটি বিরাট security addons যা সব ধরনের web trackers দের প্রতিহত করে| যার ফলে Facebook বা Google এর মত প্রতিষ্ঠান আপনার কার্যক্রম track করতে পারে না| এটি আপনাদের মিস করা উচিত হবে না|

*Disconnectঃ

Ghostery এর মত   Disconnect আরেকটি কার্যকরী addon  যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করা থেকে web trackers দের প্রতিহত করে|এটি এতটাই ভাল যে এটিকে top 100 innovations in 2013 হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল| যদি এটি দ্বারা আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আর কিচ্ছু বলার নেই|
কারন এটি প্রায় 2,000 sources এরও বেশি tracking elements block করে| এটি claims বিচ্ছিন্ন করে page loading speed কে প্রায় ২৭% বাড়িয়ে দেয়| এটি security এবং privacy রক্ষায় মারাত্মক কার্যকরী| যা আমাদের অবশ্যই রাখা উচিত|

*uMatrix:

uMatrix আরেকটি প্রয়োজনীয় সিকিউরিটি addon| এটি একটি dynamic firewall যা আপনাদের বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করবে আপনি যখনই চাইবেন| এটি অন্যান্য straightforward blocker এর চেয়ে আরও অধিক উন্নত| এটি প্রথম থেকে শেষ পর্যন্ত power এবং  flexibility প্রদর্শণে সচেষ্ট|

*KeeFox*

বেশিরভাগ আধুনিক ব্রাউজারেই built-in password management ব্যবস্থা রয়েছে| কিন্তু কম সংখ্যকই কার্যকর সমাধান প্রদান করতে পারে| এক্ষেত্রে KeeFox দিতে পারে আপনাদের সহজ সমাধান| এটি খ্যাতনামা password manager, KeePass এর browser variant|  এই সুবিধাটি লোফে নিতে ভুল করবেন না|

*BetterPrivacy*

BetterPrivacy এর জন্য আপনি যখন addon page ভিজিট করছেন,তখন নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে এটি 2012 থেকে আর update করা হয় নি| এটি দেখে কখনই মুখ ফিরিয়ে নিবেন না| বছর তিনেক updated না হলেও এটি ঠিক সেভাবেই কার্যকর যেমনটি এটি হওয়া উচিত ছিল|
এটই কিভাবে কাজ করে?-এটি long-term super-cookies বা Flash cookies প্রতিহত করে, যেগুলো আপনার web activity  track করতে ব্যবহৃত হয়| BetterPrivacy  আপনাকে এই super-cookies  গুলো দেখতে এবং ধ্বংস করতে সাহায্য করে; যা বেশিরভাগ ব্রাউজার ই নিজ থেকে করে দেয় না|

*Bloody Vikings! :

আপনি কি email spam নিয়ে ভিষণ বিরক্ত?  তাহলে আজই আপনি email spam কে বিদায় জানাতে পারেন| Bloody Viking! Addon আপনাকে এর সহজ  সমাধান দিবে| এর এক অসাধারণ tool আপনাকে একটি অস্থায়ী email addresses ব্যবহার করতে দিবে,যখন আপনি ওয়েবসাইটে signup করবেন| এটি একটি অস্থায়ী inbox ব্যবস্থা যা আপনার আসল inbox কে spam থেকে রক্ষা করে| আপনি যত সময়ের জন্য এটিকে চালু রাখবেন তারপর এটি অদৃশ্য হয়ে যাবে|

0 Comment "8 important firefox add-ons for your security..."

একটি মন্তব্য পোস্ট করুন