জেনে নিন যে কোন মোবাইলের কল লিস্ট আর মেসেজ গুলো।


অনেক সময় আমাদের ফোন গুলো আমাদের অবর্তমানেই অনেকে ব্যাবহার করে থাকে। আবার চুরি ও হয়ে যেতে পারে আমাদের অসতর্কতার কারনে।

আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি যে কোন মোবাইলের কল লিস্ট এবং মেসেজ গুলো দেখতে পারবেন। এই পদ্ধতি গুলো ব্যাবহারের ফলে আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনি অন্য যে কারো মোবাইল কিংবা কম্পিউটার থেকে দেখতে পারবেন চোর আপনার মোবাইলটিতে বর্তমানে কোন সীম ব্যাবহার করছে এবং কোন নাম্বারে কথা বলছে অথবা কোথায় মেসেজ পাঠাচ্ছে।
সেই সাথে তার ফেসবুক একাউন্টের বিভিন্ন তথ্য সহ পেয়ে যাবেন। ফেসবুক হ্যাক, হ্যা...!! চোরের ফেসবুক একাউন্ট সহ হ্যাক করে ফেলতে পারবেন তার অজান্তেই। জিপিএস ট্র্যাকিং অন করলে সাথে সাথে তার বর্তমান অবস্থান সহ ও পেয়ে যাচ্ছেন।

কিভাবে কল লিস্ট আর মেসেজ পাবো? চলুন, শুরু করা যাক। 




প্রথমে চলে যান হ্যালো স্পাই এর হোমপেজে। http://hellospy.com/ এখান থেকে আপনার ফোন এন্ড্রোয়েড হয়ে থাকলে Android অথবা আইফোন হয়ে থাকলে পাশের ফিচারটিতে ক্লিক করুন।

সেখান থেকে আপনার এপসটি ডাউনলোড করে নিন। যেহেতু এটা রিমোট এপস সুতরাং গুগল প্লে থেকে সংগ্রহ করতে পারবেন না। এক্ষেত্রে অনেকের ফোনে সেটাপ নাও হতে পারে। সেক্ষেত্রে  ফোনের সেটিং অপশনে গিয়ে এই ফিচারটি চালু করে নিন। Settings > Security > check Unknown Sources  করে নিন। পুনশ্চঃ গুগল প্লে স্টোরের এপস গুলোতেই বিভিন্ন ম্যালওয়ার থাকে। তাই Unknown Sources অপশন সর্বদা অন রাখা আরো বিপদজনক। তাই, এই এপসটি সেটাপের পরে অবশ্যই ফিচারটি বন্ধ রাখুন। আর যাদের এপসটি সাধারন ভাবেই চালু হয়ে যাবে তারা সেটিং অপশনে গিয়ে ফিচার বন্ধ করুন। 






এবার ফোনটি রিস্টার্ট করে নিন। এটা ডিফল্ট এপস হিসেবে সেটাপ হয়ে আছে। শুধুমাত্র আপনি ছাড়া কেউ চাইলেও খুঁজে বের করতে পারবে না এপসটিকে।

এপসটি চালু করতে ডায়াল করুন #8888* 





এপসটি চালু হয়ে গেলে সেখানে একটি একাউন্ট তৈরি করে নিন।





এবার আপনি যে কোন মোবাইল / কম্পিউটার থেকে লগিন করলেই রিমোটলি ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন এই লিংক হতে, http://hellospy.com/login.aspx

 চোরের কাছে থাকলেও খুঁজে বের করা কোন সমস্যাই হবে না। আর সব চাইতে মজার ব্যাপার হচ্ছে, এপস সিকিউরিটি ফিচার চালু রাখলে আপনার অনুমতি ছাড়া চোর চাইলেও রুট ব্যাতীত কিছুই করতে পারবে না।

অনেকে হয়তো রুট শব্দটি শুনে ফোন রুটের জন্য আগ্রহী হয়ে পরবেন। তার আগে জেনে নেই রুট সম্পর্কে বিস্তারিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। 



রুট ব্যাপারটা আসলে কী??
রুট শব্দটি এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে । লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপার ইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয় । সবচেয়ে সহজ শব্দে বলা যায় , রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক যদিও এর বাংলা অর্থ গাছের শিকড় ।

তো, উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি আপনার ডিভাইসের উপর যে কোন নজরদারী চালাতে পারেন। আপনার অজান্তে কে কি করছে আপনার ডিভাইস দিয়ে তা মনিটরিং করতে পারবেন। হারিয়ে গেলেও খুঁজে বের করতে পারবেন। 

পুনশ্চঃ এপ্লিকেশনটি প্রথম দুইদিন ট্রায়াল এর জন্য আপনাকে সকল ফিচার দিয়েই ব্যাবহার করতে দিবে। এরপর আপনাকে শুধু মেসেজ এবং কলের ফিচারটি দিবে যা যথেষ্ট আপনার জন্যই। তবুও যদি সবার আগ্রহ দেখি তাহলে হ্যালো স্পাই কিভাবে ফ্রিতে আজীবন সব ফিচার সহ ব্যাবহার করতে পারবেন তা নিয়ে পরবর্তী পোস্ট দেওয়া হবে।

সতর্কতাঃ আমরা শুধুমাত্র জ্ঞানের উদ্যেশে এবং মোবাইল হারিয়ে গেলে যাতে খুঁজে পাওয়া যায় তার জন্যই পোষ্টটি শেয়ার করেছি। এর কোন প্রকার অসাধু ব্যাবহার গ্রহণযোগ্য নয়, এবং কেউ অসাধু ব্যাবহার করতে গিয়ে কোন ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার ও ই বাংলা ডট টেক টীমের নয়। 
এবং আপনার ডিভাইসটি ব্যাবহারের জন্য কারো কাছে ফেলে যাবেন না। যদি একান্তই দিতে হয় তাহলে লগ সহ সম্পূর্ণ বিস্তারিত ভাবে চেক করুন কোথাও নতুন কিছু ইন্সটল করা আছে কিনা। সন্দেহ হলে অবশ্যই কোন সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নিন।
Thanks for Visiting US

0 Comment "জেনে নিন যে কোন মোবাইলের কল লিস্ট আর মেসেজ গুলো।"

একটি মন্তব্য পোস্ট করুন