১৫ টি Unique Websites যেগুলো আপনার অবসর সময়ে বিনোদন দিবে!

 কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Website নিয়ে পোস্ট করি না অনেক দিন হলো। তাই ভাবলাম এমন কিছু আজব আজব, Unique কিছু Website নিয়ে পোস্ট দিই যেগুলো সম্পর্কে অনেকেই জানে না।


এই পোস্টটি ঐসব ব্যক্তিদের জন্যে যারা ইন্টারনেটে বোরিং সময় কাটান এবং Fun ও interesting কিছু দেখতে চান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টের টপিক।

15) Site Name : The Oat meal

Site link : https://theoatmeal.com/

আপনি কি Comics পড়তে ভালোবাসেন? তবে এই ওয়েবসাইটটি আপনার জন্যই।
এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা বিভিন্ন কমিকস পড়তে পারবেন। এছাড়াও এখানে গেমসও আপনারা পাবেন।

অনেক মজার মজার কমিকস আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। যারা Memes Related Comics পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই ওয়েবসাইটটি চেক করে দেখবেন কেননা এখানে অনেক ভালো ভালো কমিকস আপনারা পাবেন যা আপনার অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি।

14) Site Name : Auto Draw

Site Link : https://www.autodraw.com/

এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে তাদের জন্যে যারা Drawing Practice করতে চান। যদিও এটা বাচ্চাদের জন্যেই পারফেক্ট। এই ওয়েবসাইটে আপনি যদি কোনো কিছু (কোনো বস্তু যেমনঃ মোবাইল) নিয়ে আঁকেন তখন ওয়েবসাইট নিজে নিজে Guess করবে আপনি কি আঁকতে চাচ্ছেন।

বাচ্চাদেরকে এই ওয়েবসাইটের সাহায্যে আপনি ড্রইং শেখাতে পারবেন। এখানে Drawing ও Typing দুটির অপশনই আছে। এছাড়াও কিছু Tools পেয়ে যাবেন। যেমনঃ Fill, Shape, Select ইত্যাদি।

 

13) Site Name : Quick Draw With Google

Site Link : https://quickdraw.withgoogle.com/

এটি ড্রইং প্র‍্যাকটিস করার জন্যে অসাধারন একটি ওয়েবসাইট। আপনাকে ২০ সেকেন্ডের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ড্রইং করতে হবে যা এই ওয়েবসাইট আপনাকে বলে দিবে। যেমন ধরুন আমাকে Star আঁকতে বলেছে।

আমি Star ২০ সেকেন্ডের মধ্যে আঁকতে পারলে আমাকে পরের লেভেলে নিয়ে যাবে নতুন একটি বিষয় নিয়ে আঁকিবুঁকি করার জন্যে। ওয়েবসাইটটি নিজে নিজে Guess করবে আপনি কি আঁকছেন। আপনি নিজেই খুব মজা পাবেন আঁকতে আঁকতে।


আমার নিজের কাছেই খুব ভালো লেগেছে। আপনার ভালো না লাগলে কোনো ছোট বাচ্চাকে ওয়েবসাইটটি দিতে পারেন তার ড্রইং প্র‍্যাকটিস করার জন্যে। এর ফলে বাচ্চার একটি স্কিল বৃদ্ধি পাবে।

আমি বাচ্চাদের জন্যে যেসব ওয়েবসাইট সাজেস্ট করি সেখানে অনেকেই বলতে পারেন তারা ছোট্ট মোবাইলে এইসব ওয়েবসাইট চালিয়ে মজা পাবে কি?

তাদেরকে বলবো এখন বেশিরভাগ বাচ্চাদেরই তাদের অভিভাবকরা ট্যাব কিনে দেয় কারন বাচ্চারা অনেক কিছুই শিখতে পারবে আর ট্যাব চালিয়ে এমনিতেই মজা পায় বাচ্চারা।

আর বড় স্ক্রিন ভালো বাচ্চাদের জন্যে ছোট স্ক্রিনের থেকে (কোথায় যেন পড়েছিলাম, বিজ্ঞানীরা প্রমান করেছেন বিষয়টি)।এ জন্যেই জানালাম যে কেউ আবার প্রশ্ন করতে না পারেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে।

12) Site Name : Pixel Thoughts

Site Link : https://www.pixelthoughts.co

 

আচ্ছা আপনাকে কি কোনো বিষয় (চিন্তা-ভাবনা) খুবই জালাতন কিংবা বিরক্ত করছে? কিংবা আপনি কি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে মানসিক সমস্যায় আছেন যা থেকে আপনি পরিত্রান পেতে চান? তবে এই ওয়েবসাইটটি আপনার জন্যই।

আপনি যখন এই ওয়েবসাইটটিতে ঢুকবেন তখন আপনি আপনাকে লিখার (টাইপ করার) জন্যে একটি বক্স দিবে। সেখানে আপনি যে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত কিংবা আপনার রাত্রের ঘুম নষ্ট করে দিচ্ছে সে বিষয়টির নাম বা বিষয়টি সম্পর্কে সংক্ষেপে কিছু লিখুন।

এরপর আপনি যখন Enter Press করবেন (আপনার মোবাইল বা কম্পিউটার যা ই হোক না কেন) তখন আপনাকে এই ওয়েবসাইটটি সেই চিন্তাটাকে কিভাবে দূর করা যায় বা আপনাকে একটু হলে সেই চিন্তাটা থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন সেই সমাধান দিয়ে দিবে।

আমি হয়তোবা ভালোভাবে বোঝাতে পারিনি বিষয়টি। কিন্তু আপনারা একবার নিজে নিজে ওয়েবসাইটটিতে আপনার চিন্তার বিষয়টি লিখে দেখতে পারেন। এই ওয়েবসাইটটি মুলত Meditation এ সাহায্য করার জন্যে তৈরি করা হয়েছে। আশা করছি একটু হলেও কাজে দিবে। ভালো লাগলে জানাবেন অবশ্যই।

Continue Reading...


0 Comment "১৫ টি Unique Websites যেগুলো আপনার অবসর সময়ে বিনোদন দিবে!"

একটি মন্তব্য পোস্ট করুন