এসএসডি (SSD) ও এইসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য

 



SSD

এসএসডি  (SSD) এর পুর্ন রূপ হল Solid State Drive ।  এটি কোন হার্ড ডিস্ক নয় তবে হার্ড ডিস্কের মতই একটি ড্রাইভ যা হার্ড ডিস্কের  এর থেকে অনেক বেশি গতিসম্পন্ন । 

বর্তমানে এসএসডি  (SSD) সর্বাধুনিক স্টোরেজ ডিভাইস । এটি দেখতে  আকারে অনেক ছোট এবং গতিসম্পন্ন । SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র থাকে না । এটিতে বিভিন্ন  ধারণ-ক্ষমতার মেমোরি চিপ বসানো থাকে এবং সবগুলো চিপের ধারণ-ক্ষমতা মিলেই একটি এসএসডি (SSD)। এগুলো তথ্য সরবরাহ ও ডেটা tranasfer এর ক্ষমতা রাখে। 

বর্তমানে এই ধরনের ডিভাইস (SSD) উচ্চমানের ডেক্সটপ , ল্যাপটপ-এ ব্যবহার করা হয় । এসএসডি  (SSD) একটি ব্যয়বহুল ডিভাইস । 

HDD

এইসডিডি (HDD) এর পুর্ন রূপ হল Hard disk drive। Hard Disk Drive ১৯৫৬ সালে আইবিএম সর্বপ্রথম আবিষ্কার করেন । Hard Disk এর  মধ্যে কিছু spinning platter থাকে যা খুব দ্রুত প্লেটগুলো ঘোরে । ম্যগনেসিটম বা চুম্বকত্ব ব্যবহার করে ডাটা স্টোর করা হয় । প্লেটগুলোর উপর রিড এবং রাইড থাকে যার মাধ্যমে প্লেটগুলোকে রিড রাইড করা হয়। এই Hard Disk এর প্লেট যতো speed -এ  ঘুরবে প্লেটগুলো ততো বেশিই speed -এ ঘুরবে ।

নিচে এসএসডি  (SSD) ও এইসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য নিয়ে আলচনা করা হল-

এসএসডি  (SSD)-

  • এসএসডি  (SSD) হার্ড- ড্রাইভ থেকে প্রায় ২০গুন ফাস্ট যা ওয়েবসাইটের লোডিং স্পীড বহুগুণে বাড়িয়ে দেয়। হার্ডড্রাইভের   তুলনায় গরম হয় কম এবং এটি অধিক নির্ভরযোগ্য।
  • হোস্টিং কোম্পানি এবং ই-কমার্স ব্যবসায়ীদের সফলাতার জন্য ওয়েব সাইটের লোডিং স্পীড খুবই গুরুত্তপুর্ন ।
  • এসএসডি (SSD) ব্যাবহারকারি ওয়েবসাইট গুলো ভিজিটরদের ভালো ব্রাউজিং এর সুযোগ দেয়। যা SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই কার্যকরী । 
  • এসএসডি (SSD), ফাইল ওপেন এর গতিতে ৩০ গুন ফাস্ট, Operating System বুথ সময় নেয় ১০ থেকে ১৩ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট speed ২০০ সেকেন্ডে থেকে ৫৫০ এমবি।
  •  SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র না থাকায় কোন সাউন্ড হয় না । 
  • এছাড়া এসএসডি (SSD) ড্রাইভে ব্যবহারিত SATA এবং SAS , সাধারণ ড্রাইভ থেকে  তুলনায় ২০%-৩০% কম বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে কম শক্তি ব্যয় করে। 

এইসডিডি (HDD)-

  • এইসডিডি (HDD)  এসএসডি (SSD) তুলনায় প্রায় ২০গুন স্লো এবং মুভিং পাস থাকার ফলে নষ্ট  হওয়ার সম্ভবনা বেশি 
  • হার্ডড্রাইভ   তুলনামুলক গরম ও সাউন্ড  হয় বেশি এবং এটির নির্ভরযোগ্যতা  খুবই কম ।
  • এইসডিডি (HDD), এসএসডি  (SSD) তুলনায় ২০%-৩০% বেশি  বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি খরচ হয় । 
  •  Operating System বুথ সময় নেয় ৩০-৪০ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট speed  ৫০-১২০ এমবি।

1 Response to "এসএসডি (SSD) ও এইসডিডি (HDD) এর মধ্যে পার্থক্য"