আপনার Pendrive কম্পিউটারে লাগালে কি অটোমেটীক Pendrive ওপেন হয়ে যায়??

অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার এ pendrive বা memory card লাগালে অটোমেটিক pendrive ওপেন হয়ে যায়।
এতে করে pendrive এ যদি ভাইরাস থাকে, তাহলে সেই ভাইরাস আমাদের কম্পিউটার এ ঢুকে যায়।
আর আপনারা তো জানেন, কম্পিউটার এ ভাইরাস ঢুকলে কি কি সমস্যা হয়।
আজ আমি আপনাদের সাথে একটি উপায় শেয়ার করবো, যাতে করে আপনারা এই সমস্যা থেকে চিরো মুক্তি পান।
কাজের কথায় আসি।

  • প্রথমে আপনি আপনার কম্পিউটার এর start বাটন এ ক্লিক করুন।
  • এর পর run এ ক্লিক করুন।
  • এখানে আপনি gpedit.msc লিখে enter দিন।
  • এবার আপনি administrative  templates এ ক্লিক করুন।
  • এবার আপনি system এ ক্লিক করুন।
  • তারপরে turn off autoplay তে ক্লিক করুন।
  • এখানে আপনি enable এ ক্লিক করুন এবং ডান পাশে একটি বক্স এর মধ্যে cd drive লিখা আছে তার উপর ক্লিক করে all drive সিলেক্ট করুন,এর পরে নিচে ok বাটন প্রেস করুন।
  • এইতো কাজ শেষ।
  • এবার শুধু কম্পিউটার টি একবার restart দিন।
  • এবার আপনি pendrive বা memory card লাগিয়ে দেখুন, আমার এই পদ্ধতি কাজে লাগছে কিনা।

0 Comment "আপনার Pendrive কম্পিউটারে লাগালে কি অটোমেটীক Pendrive ওপেন হয়ে যায়??"

একটি মন্তব্য পোস্ট করুন