আজ আপনাদের দেখাব মাত্র ১০ মিনিটে কিভাবে "Windows Xp" সেটাপ দিতে হয়।(Exclusive tricks)

আমরা প্রায় নিজেদের কম্পুউটার ফরমাট করার জন্য কাউকে টাকা দিয়ে থাকি।কিন্তু এটা খুবই সহজ চাইলে আপনিও পারবেন।আমার প্রতিটি স্টেপ অনুসরন করুন,দেখেন আপনি ঠিকই পারবেন।

Step 1.প্রথমে  Windows XP এর সিডি টি ইনসারট করুন আর কম্পিউটার রিস্টারট দিন।
এবার Boot menu থেকে first boot হিসাবে 'CD ROM' select করে OK দিন।(কোন কম্পিউটারে 'Delete' আর কোন কম্পিউটারে F2 press করলে Boot menu আসে)
Step 2. এবার কম্পিউটারের যেকোন কী প্রেস করুন(Press any key to continue).
 এবার  নিচের মত চিত্র দেখতে পারবেন।

ব্যস এবার চুপ করে বসে থাকুন এবং কপি টি কমপ্লিট হতে দিন।

 Step 3. কপি টি কমপ্লিট হলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।




এবার "Enter" press করুন,তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।



এটা Windows Xp -এর License agreement ।আপনি শধু  'F8' press করুন,তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।




 Step 4.আপনার Hard Disk-এর Partition গুলি দেখতে পাবেন ।এবার আপনি যে Partition টিতে Install করতে চান সেটিকে select করুন select এর জন্য এর‍্যো key use করুন।এবার আপনি যদি Enter press করেন তাহলে আপনার আগের ফাইল গুলিও থেকে যাবে।আপনি যহেতু ফরমাট করবেন তাই "D" press করুন Partition delete করার জন্য।
তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

Stem 5. এইতো আপনি পারছেন ,এবার "Enter" press করুন এবং তারপর "L" press করুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
 এতো সহজ আগে জানতাম না।কি তাইতো??এইবার আপনি "Enter" press করুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
আপনি এবার "Enter" press করুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।


                 কিছুই না আবারও "Enter" press করুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এবার সবার উপরের অপসান টি সিলেক্ট করুন।(Format the partition using the NTFS file system(Quick) -এই অপসান টি)

 এবার আপনার কম্পিউটার ফরমাট এবং তারপর ফাইল কপি করা শুরু করবে।ঠিক নিচের চিত্রের মত দেখতে পাবেন।

****এইবার আপনি বসে বসে মুড়ি খান।সেটাপ Complete হয়ে গেলে কম্পিউটার Restart হবে ,আপনি মুড়ি খেয়ে যান,কোন কী প্রেস করবেন না।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

  Step 6.এইবার আপনি আসল কাজটি করবেন ।এখানে আপনি "Shift+F10" press করুন,তাহলে "CMD" open হবে।
এখানে আপনি লিখুন "

করুন,তাহলে "CMD" open হবে।
এখানে আপনি লিখুন "taskmgr" and Enter -দিন দেখুন "Task Manager" open হবে।ওখান থেকে mouse -দিয়ে "Processes" -এ ক্লিক করুন।এবার "Setup" file-এর উপর রাইট ক্লিক করে " set priority"-টি  " high" - select করে OK দিয়ে বেরিয়ে আসুন।
CMD টি Close করে দিন।
 এবার কিছু সময় পরে আপনি নিচের চিত্রের মত একটি window দেখতে পাবেন।

        ** কি ভাবছেন ??? এখান থেকে next click করুন।তাহলে
         একটি নতুন window open  হবে সেখানে একটি নাম দিয়ে আবার Next click করুন।
         এবার নিচের চিত্রের মত একটি window আসবে ।




**এখানে আপনি "Product key" দিয়ে Next করুন।"Product key" সঠীক হলে আপনি ঠিক নিচের চিত্রের মত দেখতে পাবেন।



এখানে আপনি "Time zone" drop down icon এ ক্লিক করলে একটা লম্বা লিস্ট পাবেন ,সেখান থেকে    new Delhi  -সেট করে Next করুন।তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।







Step 7.  ব্যস হইয়ে গেল ,এবার আপনি আপনার বসে বসে বাকি মুড়ি গুলি খেয়ে ফেলুন।কিছু সময় পরে আপনি নিচের চিত্রের মত দেখতে পাবেন।


        ওকে ক্লিক করে দেখুন আপনার কম্পিউটার অন হয়ে গেছে।Hurry !!এইতো আপনি পারলেন ।।
এখানেই আজকের মত শেষ।
##আপনি যদি "windows7 set up" দিতে চান তাহলে নিচের বাংলা ভিডিও টি দেখতে পারেন।
আমাকে ফেসবুকে পেতে হলে এইখানে ক্লিক করুন
                    আল্লাহ হাফেজ 
                              


 



0 Comment "আজ আপনাদের দেখাব মাত্র ১০ মিনিটে কিভাবে "Windows Xp" সেটাপ দিতে হয়।(Exclusive tricks)"

একটি মন্তব্য পোস্ট করুন