কোন Software ছাড়াই নির্ধারিত সময়ে কম্পিউটার শাটডাউন করুন।(নতুনদের জন্য Expert রা দূরে থাকুন)।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন ধরনের সফটওয়্যার ছাড়াই উইন্ডোজে টাইমার সেট করে অটোমেটিক শাটডাউন করা যায়। এই ট্রিকটি হয়ত অনেকেই আগে থেকেই জানেন।কিন্তু যারা জানেন না তাদের জন্য এটি অনেক বেশি কাজের। ধরুন আপনি কোন বড় ফাইল ডাউনলোড করছেন। এখন আপনি চাচ্ছেন যে ঠিক ৩০ মিনিট পর আপনার পিসি শাটডাউন হবে। তখন আপনার এই ট্রিকটি কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।

Step-1: Windows+R চাপুন


Step-2: এবার এই কমান্ড টি লিখুন 

shutdown -s -t 1800
এরপর দেখবেন এমন একটি মেসেজ এসেছে।
আর শাটডাউনের সময় একটি ওয়ার্নিং বক্স আসবে এরকম

এখানে shutdown -s হল শাটডাউন কমান্ড এবং -t দিয়ে টাইম বোঝানো হয়েছে। আর 1800 হল ১৮০০ সেকেন্ড বা ৩০ মিনিট। অর্থাৎ এই কমান্ড টি দিয়ে আপনি উইন্ডোজকে নির্দেশ দিয়েছেন যাতে কম্পিউটার ৩০ মিনিট পর শাটডাউন হয়। আপনি ১৮০০ এর জায়গায় নিজের ইচ্ছামত টাইম বসিয়ে দিতে পারবেন।তবে অবশ্যই মনে রাখবেন টাইম ফরম্যাট হবে সেকেন্ডে।
আপনি যদি শাটডাউন ক্যানসেল করতে চান তাহলে Run এ গিয়ে নিচের কমান্ডটুকু লিখুন।



shutdown -a
তাহলে নিচের মেসেজটি দেখবেন।
আরও একটি পদ্ধতি আছে। সেটা হল CMD দিয়ে।
১.Windows+R চাপুন
২.cmd লিখে রান করুন।
৩.এখন CMD মেনু ওপেন হবে।
আগের মতই লিখুন
shutdown -s -t 300 -c "Take rest now...darling!"

0 Comment "কোন Software ছাড়াই নির্ধারিত সময়ে কম্পিউটার শাটডাউন করুন।(নতুনদের জন্য Expert রা দূরে থাকুন)।"

একটি মন্তব্য পোস্ট করুন