Do you know these functions of whatsap??

দিনরাত মোবাইলটা বেজে চলেছে। হোয়াটসঅ্যাপে চলছে “Whats Up?” একবার ডাউনলোড করে নিলেই কেল্লা ফতে। তারপর মাঝেসাঝে শুধু একটু আপডেট করা। সারাদিন এরপর নিখরচায় গল্প.. গল্প.. গল্প। কিন্তু, জানেন কি, হোয়াটসঅ্যাপের এমন কিছু ফাংশন আছে, যা আপনি এতদিন ঘুণাক্ষরেও টের পাননি। কী সেইসব ফাংশন?
১) আপনি আর আপনার বন্ধু একে অপরকে কত মেসেজ পাঠিয়েছেন জেনে যাবেন সেটিংস থেকে। সেটিংস> অ্যাকাউন্ট> নেটওয়ার্ক ইউসেজ।
২) ইমেল করতে পারেন আপনার কনভারসেশন। চ্যাট ওপেন করে অপশন কি> মোর> ইমেল কনভারসেশন।
images জানা আছে হোয়াটসঅ্যাপের এই ফাংশনগুলি ?
৩) বিরক্তিকর গ্রুপকে মিউট করে দিতে পারেন। অপশন কি-তে পেয়ে যাবেন মিউট অপশন। এবার বেছে নিন কতক্ষণের জন্য আপনি মিউট করতে চান।
৪) লুকিয়ে রাখতে পারেন আপনার ‘লাস্ট সিন’ টাইম। সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> লাস্ট সিন।
৫) ঠিক করে দিতে পারেন কারা আপনার প্রোফাইল ফোটো ও স্ট্যাটাস দেখতে পাবেন আর কারা দেখতে পাবেন না। ফোটো লুকিয়ে রাখার ক্ষেত্রে সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> প্রোফাইল ফোটো-তে গিয়ে বেছে নিন এভরিওয়ান, নো বডি বা মাই কনট্যাক্টস। স্ট্যাটাসের ক্ষেত্রেও ঠিক একইরকম।

0 Comment "Do you know these functions of whatsap??"

একটি মন্তব্য পোস্ট করুন