আজকে আমি আপনাদের এমন একটি অনলাইন গেমের সাথে পরিচয় করিয়ে দিব, যে গেমটি কেড়ে নিয়েছে অনেক মানুষের জীবন। খুন নয়,আত্নহত্যা।
এই গেমটি গেমারকে হতাশাগ্রস্থ করে ফেলে এরং আত্নহত্যা করতে বাধ্য করে।
তো চলুন জেনে নেই সেই ভয়ংকর গেমটি সম্পর্কে...
তো চলুন জেনে নেই সেই ভয়ংকর গেমটি সম্পর্কে...
গেমটির নাম হলো”ব্ল হোয়েল চ্যলেন্জ”
এই গেমে রয়েছে মোট ৫০ টি ধাপ। এক একটি ধাপ থেকে এক একটি ধাপ বেশ ভয়ংকর। তবে প্রথমদিকে ধাপগুলো সহজ হওয়ায় সবাই খেলতে আগ্রহী হয়ে যায়। যতই সামনের দিকে এগোতে থাকে ধাপগুলো আস্তে আস্তে আরো কঠিন হয়ে পড়ে। এ কারনেই গেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে গেমাররা।
গেমের একটি ধাপে বলা হয় নিজের শরীরে সুচ বিধঁতে। এই সুচ বিঁধা ছবিটি গেমের পেজে আপলোড করতে হয়। আবার কোনো ধাপে নিজের শরীরকে রক্তাক্ত করতে হয়। আবার কোনো ধাপে হাত কেটে তিমি মাছের আকৃতি তৈরী করতে হয়। এবং এর সর্বশেষ ধাপে এমন কিছু থাকে যা গেমারকে আত্নহত্যা করতে বাধ্য করে।
এই গেমে রয়েছে মোট ৫০ টি ধাপ। এক একটি ধাপ থেকে এক একটি ধাপ বেশ ভয়ংকর। তবে প্রথমদিকে ধাপগুলো সহজ হওয়ায় সবাই খেলতে আগ্রহী হয়ে যায়। যতই সামনের দিকে এগোতে থাকে ধাপগুলো আস্তে আস্তে আরো কঠিন হয়ে পড়ে। এ কারনেই গেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে গেমাররা।
গেমের একটি ধাপে বলা হয় নিজের শরীরে সুচ বিধঁতে। এই সুচ বিঁধা ছবিটি গেমের পেজে আপলোড করতে হয়। আবার কোনো ধাপে নিজের শরীরকে রক্তাক্ত করতে হয়। আবার কোনো ধাপে হাত কেটে তিমি মাছের আকৃতি তৈরী করতে হয়। এবং এর সর্বশেষ ধাপে এমন কিছু থাকে যা গেমারকে আত্নহত্যা করতে বাধ্য করে।
এই গেমিং এপ মোবাইলে একবার ইনস্ট্রল হয়ে গেলে তা আর কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না। শুধু তাই নয়,ওই মোবাইলে ক্রমাগত নোটিফিকেশন আসতে থাকে যা ওই মোবাইলের ইউজারকে এই গেম খেলতে বাধ্য করে।
এই গেমে এমন কিছু মিউজিকও ব্যবহার করা হয়েছ যা গেমারকে সহজেই হতাশাগ্রস্ত করে তোলো।
এই গেমে এমন কিছু মিউজিকও ব্যবহার করা হয়েছ যা গেমারকে সহজেই হতাশাগ্রস্ত করে তোলো।
কেউ যদি গেমটি খেলতে চান তবে নিজ দায়িত্বে খেলবেন। তবে আমি বলবো না খেলাই ভালো
0 Comment "যে গেমের সর্ব শেষ ধাপ মৃত্যু !! দেখে নিন এখনি।"
একটি মন্তব্য পোস্ট করুন