মোবাইলে ভিডিও এডিট করার 5টি অ্যাপ

মোবাইলে ভিডিও এডিট করার 5টি অ্যাপ
"মোবাইলে ভিডিও এডিট করার 5টি অ্যাপ"


কম্পিউটারেই যেখানে ভিডিও এডিট করতে গিয়ে র‍্যাম আর স্পেসিফিকেশন এর জটিলতায় ভুগতে হয়, সেখানে স্মার্টফোনে ফাইনাল কাট প্রো কিংবা এডোবি প্রিমিয়ার প্রো এর মত কার্যকরী সফটওয়্যার এর আশা করাটা উচ্চাশাই হয়ে যায়। তবে স্মার্টফোনের জন্য এমন কিছু ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে, যেগুলোতে এতোসব সীমাবদ্ধতার মধ্যেও অনেক ভালো মানের ভিডিও এডিটিং সক্ষম। আজ আমরা কথা বলবো স্মার্টফোনের জন্য সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপ নিয়ে।

1. কাইনমাস্টার:

কাইনমাস্টারে রয়েছে অডিও ফিল্টার, ভিডিও ট্রান্সজিশান, ভিডিও ইফেক্ট এবং আরো অনেককিছু। যে কারণে অ্যাপটি বেশি খ্যাতি অর্জন করেছে, এর মধ্যে প্রধান হলো ক্রোমা-কি ফিচারটি। এই ফিচার ব্যবহার করে ভিডিওতে থাকা গ্রিন স্ক্রিন রিমুভ করে পছন্দসই ভিডিও বা ছবি এড করা যায়। যদিওবা এটি কম্পিউটার এর ভিডিও এডিটরগুলোর মত অত শক্তিশালী নয়, তবে ফোনের জন্য কাইনমাস্টার অ্যাপটি ভিডিও এডিটর হিসেবে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষেই অবস্থান করছে। কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করুন – এন্ড্রয়েড / আইওএস

2. ফিল্মোরা গো:

ফিল্মোরা গো অ্যাপটিতে থাকছে ব্যাসিক ভিডিও এডিটিং টুলস, যেমন ট্রিম, কাট, রেন্ডার ইত্যাদি। আরো থাকছে রিভার্স ভিডিও, ইন্সটাগ্রাম এ প্রচলিত স্কয়ার ভিডিও (১:১) এবং ইউটিউব এর জন্য ১৬:৯ রেশিওতে ভিডিও তৈরীর সু্যোগ। এসব সুবিধার পাশাপাশি আরো থাকছে স্লো-মোশন, ট্রানজিশান, ভিডিও ফিল্টার, ওভারলে, এমনকি গান এড করার সু্যোগ। যদিওবা অ্যাপটিতে অধিকাংশ ফিচারই বিনামূল্যে উপভোগ করা যাবে, এছাড়াও বাড়তি অর্থ ব্যয়ের বিনিময়ে পাওয়া যাবে বাড়তি প্রিমিয়াম ফিচার। ফিল্মোরা গো অ্যাপ ডাউনলোড করুন – এন্ড্রয়েড / আইওএস

3. পাওয়ারডিরেক্টর:

পাওয়ারডিরেক্টর একটি অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং অ্যাপ। অসংখ্য ভিডিও এডিটিং টুলস, ফিচার এবং ইফেক্টস এ ভর্তি পাওয়ারডিরেক্টর অ্যাপটি। অ্যাপটিতে রয়েছে কোলাজ মেকার, স্লো মোশন এর মত অসাধারণ সব ফিচার। ক্লাসিক টাইমলাইন এডিটর ইন্টারফেস থাকায় অ্যাপটি নিয়ে কাজ করা অত্যন্ত সহজ। পাওয়ারডিরেক্টর অ্যাপ ডাউনলোড করুন – এন্ড্রয়েড / আইওএস


4. ইনশট:

আপনি যদি ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা টিকটক উপযোগী ভিডিও এডিটিং এর অ্যাপ এর খোজ করে থাকেন, তবে ইনশট অ্যাপটি আপনার জন্য স্বস্তির নিশ্বাস বয়ে আনবে। ইনশট অ্যাপ ব্যবহার করে ভিডিওতে গান, ভয়েসওভার, ইফেক্ট এড করা যায়। এছাড়াও স্টিকার এবং টেক্সট যুক্ত করার সুযোগও থাকছে। এতে স্লো মোশন, ফাস্ট মোশন এবং হরেকরকম ফিচারও থাকছে। এতসব সুবিধার পাশাপাশি ব্যাসিক এডিটিং ফিচার, যেমন কাট, ক্রপ, ট্রিম এসব তো থাকছেই। ভিডিওর পাশাপাশি ছবি এডিটিং এর সুবিধাও থাকছে অ্যাপটিতে। ইনশট অ্যাপ ডাউনলোড করুন – এন্ড্রয়েড / আইওএস

5. মুভি মেকার ফিল্মমেকার:

মুভিমেকার ফিল্মমেকার একটি ফ্রি এবং বিজ্ঞাপনমুক্ত ভিডিও এডিটিং অ্যাপ। এতে রয়েছে কাট, ক্রপ, ট্রিম, রিঅর্ডার এর মত ব্যাসিক ফিচার এর পাশাপাশি আরো সব এডভান্স ফিচার। মুভি মেকার ফিল্মমেকার অ্যাপটিতে থাকছে অনেকগুলো ভিডিও ইফেক্ট। এছাড়াও আপনি নিজেই তৈরি করতে পারবেন কাস্টম ভিডিও ফিল্টার। ক্রোমা কি ফিচারও রয়েছে মুভি মেকার ফিল্মমেকার অ্যাপটিতে। আর গান যুক্ত করার মত ব্যাসিক সব ফিচার তো থাকছেই। মুভি মেকার ফিল্মমেকার অ্যাপ ডাউনলোড করুন – এন্ড্রয়েড

0 Comment "মোবাইলে ভিডিও এডিট করার 5টি অ্যাপ"

একটি মন্তব্য পোস্ট করুন