"অপো রেনো ৪ প্রো" |
নতুন ধরনের ক্যামেরা বাম্প থাকছে অপো রেনো ৪ প্রো ফোনটিতে, যার বিজ্ঞাপন করতে ভুলে যায়নি অপো। “INNOVATIVE QUADCAM” ট্যাগ ব্যবহার করে ফোনটি সম্পর্কে জোরদার ভাবেই মার্কেটিং করছে অপো। চলুন জেনে নেয়া যাক, অপো এর রেনো ৪ প্রো ফোনটি সম্পর্কে।
অপো রেনো ৪ প্রো ফোনে শোভা পাবে ৬.৫ ইঞ্চির ১০৮০পি এর হাল্কা কার্ভ ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে থাকছে ৯০হার্জ রিফ্রেশ রেট সুবিধা। মাত্র ১৬১ গ্রাম ওজনের অপো রেনো ৪ প্রো ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭২০জি। ফোনটিতে থাকছে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
অপো রেনো ৪ প্রো:
ক্যামেরা লাভারদের কখনই হতাশ করেনা অপো’র ফোনগুলি। ব্যতিক্রম থাকছেনা রেনো ৪ প্রো ফোনটির ক্ষেত্রেও। কিছুটা নতুন ধরনের ক্যামেরা ডিজাইন থাকছে অপো রেনো ৪ প্রো তে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। মেইন শুটার ক্যামেরাটি ৪৮মেগাপিক্সেলের।সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যমেরা। আরো রয়েছে ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর, যার দ্বারা ক্যামেরা অন্যান্য বস্তু থেকে খুব সহজেই মানুষকে আলাদা করে প্রদর্শন করতে পারে। অপো রেনো ৪ প্রো তে রয়েছে ৩২মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
৪০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে অপো রেনো ৪ প্রো ফোনটিতে। ব্যাটারি তেমন একটা আহামরি লেভেলের না হলেও চমক রয়েছে ফোনটির চার্জারে। ৬৫ ওয়াটের সুপারভুক ২.০ ফ্ল্যাশ চার্জিং থাকছে অপো রেনো ৪ প্রো ফোনটিতে। এই চার্জার দিয়ে ফোনটি মাত্র ৩৬ মিনিটে ফুল চার্জ হয়ে যায়। থাকছেনা কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা।
0 Comment "অপো রেনো ৪ প্রো এলো ‘ইনোভেটিভ’ ক্যামেরা নিয়ে"
একটি মন্তব্য পোস্ট করুন