অ্যাপ লক এবং নতুন প্রাইভেসি সেটিংস আসছে মেসেঞ্জারে

"অ্যাপ লক এবং নতুন প্রাইভেসি সেটিংস আসছে মেসেঞ্জারে"


ফেসবুক মেসেঞ্জারে অবশেষে আসতে যাচ্ছে অ্যাপ লক ফিচার। একটি আপডেটের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সকল ব্যবহারকারী। এই ফিচারটি যুক্ত হওয়ার ফলে মেসেঞ্জারের মেসেজের গোপনীয়তার বাড়লো।


মেসেঞ্জারের নতুন এই অ্যাপ লক ফিচার চালু করলে এরপর থেকে মেসেঞ্জারে প্রবেশ করতে গেলে ফিংগারপ্রিন্ট কিংবা ফেস আইডি ভেরিফিকেশন লাগবে।

ফিচারটি বর্তমানে আইওএস এ চলে আসছে। কিছুদিনের মধ্যে অ্যান্ড্রয়েড এর মেসেঞ্জারেও দেখা মিলবে অ্যাপ লক এর।

এছাড়াও নতুন কিছু প্রাইভেসি কন্ট্রোল ফিচার যুক্ত হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে।

মেসেঞ্জারে কারা মেসেজ পাঠাতে পারবে তার নিয়ন্ত্রণ যাতে ব্যবহারকারীর হাতেই থাকে, সে লক্ষ্যে নতুন প্রাইভেসি কন্ট্রোল যুক্ত করতে যাচ্ছে ফেসবুক।

অ্যাপে খুব শীঘ্রই পরীক্ষামূলকভাবে কিছু নতুন সেটিংস আসবে, যেমন- কারা সরাসরি আপনাকে মেসেজ বা কল করতে পারবে, কাদের মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে কিংবা কারা একেবারেই মেসেজ কিংবা কল করতে পারবে না।

0 Comment "অ্যাপ লক এবং নতুন প্রাইভেসি সেটিংস আসছে মেসেঞ্জারে"

একটি মন্তব্য পোস্ট করুন