Android ব্যবহারকারীদের মধ্যে অধিকাংশেরই একটা প্রব্লেমে পরতে হয় আর তা হল
ফোন এর পাসওয়ার্ড বা pattern লক ভুলে যাওয়া বা অনেকবার ভুল দেয়ার ফলে
ফোন গুগল অ্যাকাউন্টে লক হয়ে যাওয়া। আর এই সমস্যায় সবারই মাথা খারাপ
হয়ে যায় কারন এর সহজ সমাধান গুলো অধিকাংশের জন্যই কাজ করে না।আমি আজ দুটি পদ্ধতির কথা বলবো।
প্রথম- যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে যাননি তবে কেউ বারবার ভুল পাসওয়ার্ড দেয়ায় ফোন লক হয়েছে তবে আপনি এই পদ্ধতি try করে দেখতে পারেন। কাজ হবেই এমন না তবে try করতে তো ক্ষতি নেই। ★ লক অবস্থায় ফোনটিতে একটি কল করুন । ★ কল receive করে home/middle বাটন চাপুন। ★ ফোনের settings এ যান এবং security থেকে pattern বা password disable(none) করে দিন। ★ টোটাল কাজের সময় কল disconnect করা যাবে না।
শেষ-আরো আনেক পদ্ধতি আছ যদিও ,তবুও আমি পোষ্টটি বেশি বড়ো না করে একেবারে শেষ পদ্ধতিটি বলছি। এই পদ্ধতিটি সর্বশেষ উপায়। সব ফোনেই এটি কাজ করবে। তবে এই পদ্ধতিতে আপনার SD Card এবং Phone memory এর ফাইল ছাড়া ফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশান/গামেস/ডাটা/সেটিংস্ মুছে যাবে। মানে ফোন কেনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে।
ফোন বন্ধ করে recovery তে boot করুন। (samsung,micromax হলে volume up অথবা volume down button plus power button একসাথে প্রেস করুন , অথবা volume up এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করুন। ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। )
recovery তে wipe data / factory reset করুন।(up-down করার জন্য volume+,volume- কী use করুন আর ok করার জন্য power button ব্যবহার করুন) । বিভিন্ন সেটে custom recovery তে অপশন টা অন্য নাম এ থাকতে পারে। ★ ফোনে restart দিন।
ধন্যবাদ সবাইকে।
কোন প্রকার সাহায্যের জন্য ফেসবুকে আমাকে বলুন।
প্রথম- যদি এমন হয় যে আপনি পাসওয়ার্ড ভুলে যাননি তবে কেউ বারবার ভুল পাসওয়ার্ড দেয়ায় ফোন লক হয়েছে তবে আপনি এই পদ্ধতি try করে দেখতে পারেন। কাজ হবেই এমন না তবে try করতে তো ক্ষতি নেই। ★ লক অবস্থায় ফোনটিতে একটি কল করুন । ★ কল receive করে home/middle বাটন চাপুন। ★ ফোনের settings এ যান এবং security থেকে pattern বা password disable(none) করে দিন। ★ টোটাল কাজের সময় কল disconnect করা যাবে না।
শেষ-আরো আনেক পদ্ধতি আছ যদিও ,তবুও আমি পোষ্টটি বেশি বড়ো না করে একেবারে শেষ পদ্ধতিটি বলছি। এই পদ্ধতিটি সর্বশেষ উপায়। সব ফোনেই এটি কাজ করবে। তবে এই পদ্ধতিতে আপনার SD Card এবং Phone memory এর ফাইল ছাড়া ফোনে ইন্সটল করা সব অ্যাপ্লিকেশান/গামেস/ডাটা/সেটিংস্ মুছে যাবে। মানে ফোন কেনার সময় যেমন ছিল তেমন হয়ে যাবে।
ফোন বন্ধ করে recovery তে boot করুন। (samsung,micromax হলে volume up অথবা volume down button plus power button একসাথে প্রেস করুন , অথবা volume up এবং home button চেপে ধরে ফোন power button চেপে অন করুন। ফোন অনুযায়ী ভিন্ন combination ও হতে পারে। )
recovery তে wipe data / factory reset করুন।(up-down করার জন্য volume+,volume- কী use করুন আর ok করার জন্য power button ব্যবহার করুন) । বিভিন্ন সেটে custom recovery তে অপশন টা অন্য নাম এ থাকতে পারে। ★ ফোনে restart দিন।
ধন্যবাদ সবাইকে।
কোন প্রকার সাহায্যের জন্য ফেসবুকে আমাকে বলুন।
0 Comment "Android ফোনে Pattern/Password ভুলে গেলে বা অনেকবার পাসওয়ার্ড দিয়ে লক হয়ে গেলে কি করবেন?(মোস্ট ওয়ান্টেড)"
একটি মন্তব্য পোস্ট করুন