আমরা যখন বাসে অথবা বাজারের ভিড়ের মধ্যে পড়ে যাই, এমনিতেই খুব অসহ্য অনুভুতি তার মধ্যে যদি মোবাইলে কারো কল আসে হোক কাজের বা বে কাজের মেজাজটা
আরো গরম হয়ে যায়, একদিকে গরমের জ্বালা অন্য দিকে মানুষের কোলাহল, তার মধ্যে
আবার মোবাইলের কিরিং কিরিং। ফোনটা কাটতেও পারছি না কারন মোবাইল পকেট থেকে
বের করে ডান থেকে বামে টার্চ করে কল কাটতে হবে।
আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন, তাহলে এই সমস্যাটি আপনার জন্য। এই ঝামেলার সহজ উপায় নিন।
1 . প্রথমে আপনার মোবাইল হতে setting এ প্রবেশ করুন।
2. এবার নিচে দেখুন Accessibility তে টার্চ করুন।
3. অনেকগুলি অপশনের মধ্যে দেখুন Call answering/ending এ টার্চ করুন।
4. তারপর The power key ends calls বক্সে টিক দিন।
এবার পরীক্ষা করুন, পকেটে থাকা অবস্থায় ফোন আসলে পাওয়ার বাটন প্রেস করুন কাল কেটে যাবে। এ ফিচার চালু হবার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন-অফ কারার পাশাপাশি কল কাটতেও পারবেন।
আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন, তাহলে এই সমস্যাটি আপনার জন্য। এই ঝামেলার সহজ উপায় নিন।
1 . প্রথমে আপনার মোবাইল হতে setting এ প্রবেশ করুন।
3. অনেকগুলি অপশনের মধ্যে দেখুন Call answering/ending এ টার্চ করুন।
4. তারপর The power key ends calls বক্সে টিক দিন।
এবার পরীক্ষা করুন, পকেটে থাকা অবস্থায় ফোন আসলে পাওয়ার বাটন প্রেস করুন কাল কেটে যাবে। এ ফিচার চালু হবার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন-অফ কারার পাশাপাশি কল কাটতেও পারবেন।
0 Comment "How to end your call by pressing power button on android?"
একটি মন্তব্য পোস্ট করুন