আপনি Cyber Cafe তে অথবা অন্য কোথাও CPU এর পেছনে কী-বোর্ড এর সাথে
(PS2/USB) কোন Converter দেখতে পান, দয়া করে Personal কাজে সেই PC
ব্যাবহার করবেন না। এটি এক ধরনের শক্তিশালী Hardware Key-logger যা
Keyboard এ Input করা সকল তথ্য জমা করে রাখে এবং যা Online Privacy এর জন্য
বিশাল হুমকির কারন হতে পারে। হ্যাক হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ Account
(E-mail/Credit Card/etc). একটু সাবধানতাই বড় কোন হয়রানি থেকে বাঁচাতে
পারে।
- => টাকা পয়সা সংক্রান্ত লেনদেন সাইবার ক্যাফেতে করবেন না।
- => একাধিক মেইল এড্রেস ব্যবহার করুন। কম গুরুত্বপূর্ণ মেইল এড্রেস সব জায়গায় ইউজ করুন।
- => যার তার পিসিতে পাসওয়ার্ড লেখা থেকে বিরত থাকুন।
- => মেইল থেকে পাওয়া ফাইল/ক্রেক/কিজেন এগুলো ভালমতো চেক না করে রান করবেন না।
- => ফেসবুক বা ইমেইলে Password দেওয়ার সময় On screen Keyboard ব্যবহার করুন।
0 Comment "Are you using internet service of cyber-cafe??be ware you can be hacked..."
একটি মন্তব্য পোস্ট করুন