পর্ণোগ্রাফি যেভাবে আপনার অজান্তেই মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে!!

বেশিরভাগ পর্ন ব্যবহারকারীরা নিজেদের মধ্যে অস্বাভাবিক একটা পরিবর্তন দেখতে পায়। পর্নে দেখানো বিকৃত কিছু যৌন ক্রিয়া যা তাদের কাছে আগে জঘন্য বা অনৈতিক বলে মনে হত, পর্ন দেখার পর থেকে একসময় সেগুলো তাদের কাছে সেক্সচুয়ালি উত্তেজনাকর হয়ে দাঁড়ায়। এভাবে তারা পর্নের যত জঘন্য ও বিকৃত যৌন ক্রিয়া উপভোগ করতে থাকে তাদের কাছে তা ততোই স্বাভাবিক ও গ্রহণযোগ্য হতে থাকে।

আপনারা অনেকেই হয়ত জানেন যে, ইঁদুর লাশের গন্ধ সহ্য করতে পারে না।
কিন্তু জিম ফস্ট নামক একজন রিসার্চার ভাবলেন ইঁদুরের এই স্বভাবটা কীভাবে পরিবর্তন করা যায়? তাই তিনি একটা মহিলা ইঁদুরের গায়ে এমন লিকুইডযুক্ত স্প্রে মারলেন যার গন্ধ মরা, পচা ইঁদুরের গন্ধের মত। এরপর তিনি সেই মহিলা ইঁদুরটিকে কিছু পুরুষ ইঁদুরের সাথে একই খাঁচায় বন্ধী করে দিলেন। তারা মহিলা ইঁদুরটির প্রতি এতোই আকর্ষণ অনুভব করে যে পচা লাশের গন্ধের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যায়। কি অবাক কাণ্ড! তাই না? কিন্তু এর চেয়েও অবাক করা ঘটনা ঘটেছে পরে।
.
যখন পুরুষ ইঁদুরগুলো পচা লাশের গন্ধযুক্ত মহিলা ইঁদুরের সাথে সেক্স করায় অভ্যস্ত হয়ে যায় তখন ফস্ট তাদেরকে আলাদা আলাদা খাঁচায় রেখে বিভিন্ন খেলনা দিয়ে খেলতে দিল। কিছু খেলনার মধ্যে সেই পচা লাশের গন্ধযুক্ত স্প্রে করা ছিল। ভয়ংকর ব্যাপার হচ্ছে, পুরুষ ইঁদুরগুলো সব খেলনার মধ্যে পচা লাশের গন্ধযুক্ত খেলনাগুলোকেই খেলার জন্য বেছে নিলো। মনে হচ্ছিল যেন তারা সেই অপ্রিয় গন্ধটাই এখন পছন্দ করে[1]।
.
আপনি হয়ত ভেবে অবাক হচ্ছেন যে কীভাবে ইঁদুরের একটা স্বাভাবিক স্বভাবকে বদলে দেওয়া সম্ভব হচ্ছে?
এর কারণ হল:
ইঁদুর, মানুষ সহ যত স্তন্যপায়ী প্রাণী আছে সবার ব্রেইনে "রিওয়ার্ড সেন্টার" নামক একটা জিনিস আছে[2]। জীবন ধারণের জন্য খাওয়া, সেক্স করা বা সুন্দর সম্পর্ক গড়ে তোলার সময় ভালো অনুভূতি সৃষ্টি করাই রিওয়ার্ড সেন্টারের কাজ[3]। ব্রেইনে বিভিন্ন "আনন্দ দানকারী কেমিক্যাল" এর মিশ্রণে এ অনুভূতির উদ্ভব হয়[4]।
.
এই কেমিক্যালগুলো আপনাকে ভালো অনুভূতি দেওয়ার চেয়েও বেশি কিছু করে থাকে। আপনার মধ্যে যখন ভালো অনুভূতি জাগ্রত হয় তখন আপনার ব্রেইন কিছু নতুন নার্ভ প্যাথওয়ে এর উদ্ভব ঘটায়। নার্ভ প্যাথওয়ে আপনার অনুভূতি ও কাজের মধ্যে সংযোগ স্থাপন করে[5]। এর মাধ্যমেই ব্রেইন নিশ্চিত করে যে, এ কাজে আপনি আবার ফিরে আসবেন। একটি কাজ ও অনুভূতির মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এ সংযোগ সৃষ্টি হয়, এতে আপনার ইচ্ছা কিংবা না থাকুক তাতে কিছু যায় আসে না। কারণ "যে নিউরনগুলো একসাথে প্রজ্বলিত হয়, তাদের মধ্যে সংযোগ স্থাপিত হয়"[6]।
.
সাধারণত আমাদের ব্রেইন, স্বাস্থ্যকর কাজগুলোকে আমাদের কাছে আকর্ষণীয় করে তোলে এবং জীবন ধারণের জন্য ভাল অভ্যাস গড়ার দিকেই ধাবিত করে[7]। কিন্তু রিওয়ার্ড কেমিক্যালগুলো যখন ক্ষতিকর কিছুর সাথে সংযুক্ত হয়, তা ব্রেইনের স্বাভাবিক প্রবণতার বিপরীতটাই ঘটায়। 
.
লাশের দুর্গন্ধযুক্ত ইঁদুরের সাথে সেক্স করার ফলে পুরুষ ইঁদুরগুলোর ব্রেইন যেভাবে রিওয়্যার্ড(rewired) হয়েছিল, অর্থাৎ, সেই অপ্রিয় গন্ধটা ভালো লাগায় পরিণত হয়েছিল - তেমনি মানুষের ব্রেইনেও একই প্রসেস ঘটে পর্নের দ্বারা। পর্ন ব্যবহারকারীদের অনেকে ভাবে যে তারা শুধু বিনোদনের জন্য পর্ন দেখছে, কার ক্ষতি করছে না। কিন্তু অন্যের ক্ষতি না করলেও সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে তাদের নিজেদের ব্রেইনে। যখন আপনি আরাম করে পর্ন দেখেন তখন ব্রেইন কিন্তু বসে থাকেনা, সে ব্যস্ত থাকে আপনার যৌন অনুভূতিকে স্ক্রিনে আপনি যা দেখছেন তার সাথে সংযুক্ত করায়[8]। 
.
একজন পর্ন ব্যবহারকারী যখন একই ধরণের পর্ন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তখন সে আরও বেশি উত্তেজনা পাবার জন্য আরও এক্সট্রিম পর্নের দিকে ঝুঁকতে থাকে[9]। তাছাড়া সময়ের সাথে সাথে পর্নেও আরও এক্সট্রিম ক্যাটেগরি আসছে।
.
১৫০০ জন যুবকের মধ্যে একটি জরিপ চালান হয়, তাদের মধ্যে শতকরা ৫৬ জন বলেন, "যতই তারা পর্ন দেখতে থাকে, ততোই তাদের রুচি এক্সট্রিম পর্নের দিকে ধাবিত হতে থাকে"[11]। পর্নে দেখানো বিকৃত যে যৌন ক্রিয়া তাদের কাছে আগে জঘন্য বা অনৈতিক বলে মনে হত, পর্ন দেখার পর থেকে একসময় সেগুলো তাদের কাছে সেক্সচুয়ালি উত্তেজনাকর হয়ে দাঁড়ায়[12], ঠিক সেই ইঁদুরগুলোর মত। কার কার ক্ষেত্রে এমনও দেখা গেছে যে তারা নিজের স্ত্রীর যৌন আবেদনে সাড়া দেয় না, কিন্তু পর্ন ঠিকই দেখে যাচ্ছে[13]। কতো নির্মম একটা অবস্থা।
.
পর্নের বিকৃত যৌন ক্রিয়া উপভোগ করতে থাকা মানুষগুলো একসময় সেই কাজগুলোকেই স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। একই জিনিস দেখলে তাদের আগে বমি আসত, ঘৃণা করত মন থেকে। অথচ সেই কাজগুলোই সময়ের সাথে তাদের আচরণে প্রভাব ফেলতে শুরু করে[14]। একটি গবেষণায় দেখা যায়, যারা অনেক পর্ন দেখে তারা উগ্রভাবে সেক্স করা, এমনকি পশুর সাথে মানুষের সেক্স করাকেও স্বাভাবিক মনে করে[15]। আর যারা এ ধরনের কাজকে স্বাভাবিক মনে করে, তারা তা নিজেদের জীবনে প্রয়োগ করাকেও অস্বাভাবিক মনে করে না[16]।
.
এছাড়াও রিসার্চে আরও জানা যায় যে পর্ন দেখার ফলে যৌন চিন্তাধারায় পরিবর্তন আসে[17]। তাছাড়া অতিরিক্ত পর্ন ব্যবহারকারীদের কেউকেউ নারী নির্যাতনের মত জঘন্য কাজকেও সমর্থন করে[18]। এছাড়াও গবেষণায় জানা যায়, পর্ন আসক্ত পুরুষদের দ্বারা নারীরা বেশি প্রতারণার স্বীকার হয়[19]। এমনকি ২০১৫ সালে ৭টি দেশে ২২টি ভিন্ন ভিন্ন গবেষণায় দেখা যায়, যারা অতিরিক্ত পর্নে বুদ হয়ে থাকে, তাদের কেউকেউ যৌন নির্যাতনকে সমর্থন করে, এমনকি নিজেরাও এতে অংশগ্রহণ করে থাকে[20]। তার মানে এটা বলছি না যে, যারা পর্ন দেখে তাদের সবাই এক একজন ধর্ষকে পরিণত হবে। তবে অনিয়মিত পর্ন ব্যবহারও চিন্তাধারায় প্রভাব ফেলে[21]। আর চিন্তাধারা যখন দূষিত হয় তখন আচরণে প্রভাব পড়াও বেশি দূরের ব্যাপার নয়।
.
কিন্তু পর্নোগ্রাফি সম্পর্কে সত্য তথ্য উন্মোচনের মাধ্যমে সমাজে এর প্রভাব কমানো সম্ভব। পর্ন আমাদের অন্তরকে দূষিত করে ফেলে, এলোমেলো করে দেয় সব স্বাভাবিক চিন্তাকে। তবুও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সুস্থভাবে বাঁচতে চাই, মুক্ত বাতাসে দু'হাত মেলে স্বাধীনতার স্বাদ অনুভব করতে চাই, জীবনে সুখ চাই, ভালোবাসা চাই। তাই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্যই আমাদের এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। 

সূত্রঃ 
রেফারেন্সঃ
----------------
[1] Pfaus, J. G., Kippin, T. E., & Centeno, S. (2001). Conditioning And Sexual Behavior: A Review. Hormones And Behavior 40: 291–321. Retrieved From http://Www.Pphp.Concordia.Ca/.../Pfaus-Kippin-Centeno...; See Also Robinson
, M. J. F., & Berridge, K. C. (2013). Instant Transformation Of Learned Repulsion Into Motivational “Wanting”. Current Biology, 23, 282-289. Doi:10.1016/J.Cub.2013.01.016 (Transforming Rats’ Revulsion To Saltiness Into Attraction)

[2] National Institute On Drug Abuse: The Reward Pathway. (2016). Retrieved From http://Www.Drugabuse.Gov/.../Section-I/4-Reward-Pathway; Volkow, N. D., & Morales, M. (2015). The Brain On Drugs: From Reward To Addiction. Cell, 162 (8), 712-725. Doi:10.1016/J.Cell.2015.07.046; Pitchers, K. K., Et Al. (2013). Natural And Drug Rewards Act On Common Neural Plasticity Mechanisms With DeltaFosB As A Key Mediator. Journal Of Neuroscience, 33 (8), 3434-3442. Doi:10.1523/JNEUROSCI.4881-12.2013

[3] Volkow, N. D., Koob, G. F., & McLellan, A. T. (2016). Neurobiological Advances From The Brain Disease Model Of Addiction. New England Journal Of Medicine, 374, 363-371. Doi:10.1056/NEJMra1511480; Zatorre, R. J., & Salimpoor, V. N., (2013) From Perception To Pleasure: Music And Its Neural Substrates. Proceedings Of The National Academy Of The Sciences Of The United States Of America, 110, 2. Doi:10.1073/Pnas.1301228110; Hedges, V. L., Chakravarty, S., Nestler, E. J., & Meisel, R. L. (2009). Delta FosB Overexpression In The Nucleus Accumbens Enhances Sexual Reward In Female Syrian Hamsters. Genes Brain And Behavior, 8(4), 442–449. Doi:10.1111/J.1601-183X.2009.00491.X; Bostwick, J. M. And Bucci, J. E. (2008). Internet Sex Addiction Treated With Naltrexone. Mayo Clinic Proceedings 83, 2: 226–230; Nestler, E. J., (2005) Is There A Common Molecular Pathway For Addiction?, Nature Neuroscience, 8(11) 1445-1449. Doi:10.1038/Nn1578; Balfour, M. E., Yu, L., And Coolen, L. M. (2004). Sexual Behavior And Sex-Associated Environmental Cues Activate The Mesolimbic System In Male Rats. Neuropsychopharmacology 29(4), 718–730. Doi:10.1038/Sj.Npp.1300350

[4] Volkow, N. D., Koob, G. F., & McLellan, A. T. (2016). Neurobiological Advances From The Brain Disease Model Of Addiction. New England Journal Of Medicine, 374, 363-371. Doi:10.1056/NEJMra1511480; Negash, S., Van Ness Sheppard, N., Lambert, N. M., & Fincham, F. D. (2016). Trading Later Rewards For Current Pleasure: Pornography Consumption And Delay Discounting. The Journal Of Sex Research, 53(6), 698-700. Doi:10.1080/00224499.2015.1025123; Banca, P., Et Al. (2016). Novelty, Conditioning, And Attentional Bias To Sexual Rewards. Journal Of Psychiatric Research, 72, 91-101. Doi:10.1016/J.Jpsychires.2015.10.017; Berridge, K.C., & Kringelbach, M. L. (2015). Pleasure Systems In The Brain. Neuron, 86, 646-664. Doi:10.1016/J.Neuron.2015.02.018; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books (108); Pace, S. (2014). Acquiring Tastes Through Online Activity: Neuroplasticity And The Flow Experiences Of Web Users. M/C Journal, 17(1). Retrieved From http://Journal.Media-Culture.Org.Au/.../Article/View/773

[5] Hilton, D. L. (2013). Pornography Addiction—A Supranormal Stimulus Considered In The Context Of Neuroplasticity. Socioaffective Neuroscience & Psychology 3:20767. Doi:10.3402/Snp.V3i0.20767; Pitchers, K. K., Et Al. (2013). Natural And Drug Rewards Act On Common Neural Plasticity Mechanisms With DeltaFosB As A Key Mediator. Journal Of Neuroscience, 33(8), 3434-3442. Doi:10.1523/JNEUROSCI.4881-12.2013; Hedges, V. L., Chakravarty, S., Nestler, E. J., And Meisel, R. L. (2009). DeltaFosB Overexpression In The Nucleus Accumbens Enhances Sexual Reward In Female Syrian Hamsters. Genes Brain And Behavior 8, 4: 442–449. Doi:10.1111/J.1601-183X.2009.00491.X.; Hilton, D.L, & Watts, C. (2011). Pornography Addiction: A Neuroscience Perspective, Surgical Neurology International 2, 19. Doi:10.4103/2152-7806.76977; Miner, M. H., Raymond, N., Mueller, B. A., Lloyd, M., Lim, K. O. (2009). Preliminary Investigation Of The Impulsive And Neuroanatomical Characteristics Of Compulsive Sexual Behavior. Psychiatry Research 174: 146–51. Doi:10.1016/J.Pscychresns.2009.04.008; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books (107).

[6] Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books (63).

[7] Berridge, K. C., & Robinson, T. E. (2016). Liking, Wanting, And The Incentive-Sensitization Theory Of Addiction. American Psychologist, 71(8), 670-679. Doi:10.1037/Amp0000059; Berridge, K.C., & Kringelbach, M. L. (2015). Pleasure Systems In The Brain. Neuron, 86, 646-664. Doi:10.1016/J.Neuron.2015.02.018; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books (109); Paul, P. (2007). Pornified: How Pornography Is Transforming Our Lives, Our Relationships, And Our Families. New York: Henry Hold & Co. (75).

[8] Berridge, K. C., & Robinson, T. E. (2016). Liking, Wanting, And The Incentive-Sensitization Theory Of Addiction. American Psychologist, 71(8), 670-679. Doi:10.1037/Amp0000059; Love, T., Laier, C., Brand, M., Hatch, L., & Hajela, R. (2015). Neuroscience Of Internet Pornography Addiction: A Review And Update, Behavioral Sciences, 5(3), 388-433. Doi: 10.3390/Bs5030388; Pace, S. (2014). Acquiring Tastes Through Online Activity: Neuroplasticity And The Flow Experiences Of Web Users. M/C Journal, 17(1). Retrieved From http://Journal.Media-Culture.Org.Au/.../Article/View/773; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books (95).

[9] Park, B. Y., Et Al. (2016). Is Internet Pornography Causing Sexual Dysfunctions? A Review With Clinical Reports. Behavioral Sciences, 6, 17. Doi:10.3390/Bs6030017; Negash, S., Van Ness Sheppard, N., Lambert, N. M., & Fincham, F. D. (2016). Trading Later Rewards For Current Pleasure: Pornography Consumption And Delay Discounting. The Journal Of Sex Research, 53(6), 698-700. Doi:10.1080/00224499.2015.1025123; Pitchers, K. K., Et Al. (2013). Natural And Drug Rewards Act On Common Neural Plasticity Mechanisms With DeltaFosB As A Key Mediator. Journal Of Neuroscience, 33(8), 3434-3442. Doi:10.1523/JNEUROSCI.4881-12.2013; Layden, M. A. (2010). Pornography And Violence: A New Look At The Research. In J. Stoner And D. Hughes (Eds.) The Social Costs Of Pornography: A Collection Of Papers (Pp. 57–68). Princeton, NJ: Witherspoon Institute; Angres, D. H., & Bettinardi-Angres, K. (2008). The Disease Of Addiction: Origins, Treatment, And Recovery. Disease-A-Month, 54, 696–721. Doi:10.1016/J.Disamonth.2008.07.002; Doidge, N. (2007). The Brain That Changes Itself. (105) New York: Penguin Books; Paul, P. (2007). Paul, P. (2007). Pornified: How Pornography Is Transforming Our Lives, Our Relationships, And Our Families. (75) New York: Henry Hold And Co.

[10] Park, B. Y., Et Al. (2016). Is Internet Pornography Causing Sexual Dysfunctions? A Review With Clinical Reports. Behavioral Sciences, 6, 17. Doi:10.3390/Bs6030017; Kalman, T.P. (2008). Clinical Encounters With Internet Pornography. Journal Of The American Academy Of Psychoanalysis And Dynamic Psychiatry, 36(4) 593-618. Doi:10.1521/Jaap.2008.36.4.593; Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books, (109); Cline, V. B. (2001). Pornography’s Effect On Adults And Children. New York: Morality In Media; Zillmann, D. (2000). Influence Of Unrestrained Access To Erotica On Adolescents’ And Young Adults’ Dispositions Toward Sexuality. Journal Of Adolescent Health, 27, 2: 41–44. Retrieved From Https://Www.Ncbi.Nlm.Nih.Gov/Pubmed/10904205

[11] NoFap Survey (2012) http://Www.Reddit.Com/.../Rnofap_survey_data_complete.../

[12] Wery, A. & Billieux, J. (2016). Online Sexual Activities: An Exploratory Study Of Problematic And Non-Problematic Usage Patterns In A Sample Of Men. Computers In Human Behavior 56, 257-266. Doi:10.1016/J.Chb.2015.11.046; Park, B. Y., Et Al. (2016). Is Internet Pornography Causing Sexual Dysfunctions? A Review With Clinical Reports. Behavioral Sciences, 6, 17. Doi:10.3390/Bs6030017; Paul, P. (2010). From Pornography To Porno To Porn: How Porn Became The Norm. In J. Stoner And D. Hughes (Eds.) The Social Costs Of Pornography: A Collection Of Papers (Pp. 3–20). Princeton, N.J.: Witherspoon Institute.

[13] Park, B. Y., Et Al. (2016). Is Internet Pornography Causing Sexual Dysfunctions? A Review With Clinical Reports. Behavioral Sciences, 6, 17. Doi:10.3390/Bs6030017; Voon, V., Et Al. (2014). Neural Correlates Of Sexual Cue Reactivity In Individuals With And Without Compulsive Sexual Behaviors, PLoS ONE, 9(7), E102419. Doi:10.1371/Journal.Pone.0102419; Hall, P. (2013). Sex Addiction—An Extraordinarily Contentious Problem. Sexual And Relationship Therapy, 29(1) 68-75. Doi:10.1080/14681994.2013.861898; Sun, C., Bridges, A., Johnason, J., & Ezzell, M. (2014) Pornography And The Male Sexua Script: An Analysis Of Consumption And Sexual Relations. Archives Of Sexual Behavior. 45, 1-12. Doi:10.1007/S10508-014-0391-2. Doidge, N. (2007). The Brain That Changes Itself. New York: Penguin Books. (130).

[14] Zillmann, D. (2000). Influence Of Unrestrained Access To Erotica On Adolescents’ And Young Adults’ Dispositions Toward Sexuality. Journal Of Adolescent Health, 27, 2: 41–44. Retrieved From Https://Www.Ncbi.Nlm.Nih.Gov/Pubmed/10904205

[15] Zillmann, D. (2000). Influence Of Unrestrained Access To Erotica On Adolescents’ And Young Adults’ Dispositions Toward Sexuality. Journal Of Adolescent Health, 27, 2: 41–44. Retrieved From Https://Www.Ncbi.Nlm.Nih.Gov/Pubmed/10904205

[16] Layden, M. A. (2004). Committee On Commerce, Science, And Transportation, Subcommittee On Science And Space, U.S. Senate, Hearing On The Brain Science Behind Pornography Addiction, November 18; Cline, V. B. (2001). Pornography’s Effect On Adults And Children. New York: Morality In Media; Zillmann, D., & Bryant, J. (1984). Effects Of Massive Exposure To Pornography. In N. M. Malamuth And E. Donnerstein (Eds.) Pornography And Sexual Aggression. New York: Academic Press.

[17] Weinberg, M. S., Williams, C. J., Kleiner, S., & Irizarry, Y. (2010). Pornography, Normalization And Empowerment. Archives Of Sexual Behavior, 39 (6) 1389-1401. Doi:10.1007/S10508-009-9592-5; Doring, N. M. (2009). The Internet’s Impact On Sexuality: A Critical Review Of 15 Years Of Research. Computers In Human Behavior, 25(5), 1089-1101. Doi:10.1016/J.Chb.2009.04.003

[18] Hald, G. M., Malamuth, N. M., & Yuen, C. (2010). Pornography And Attitudes Supporting Violence Against Women: Revisiting The Relationship In Nonexperimental Studies. Aggression And Behavior 36, 1: 14–20. Doi: 10.1002/Ab.20328; Berkel, L. A., Vandiver, B. J., And Bahner, A. D. (2004). Gender Role Attitudes, Religion, And Spirituality As Predictors Of Domestic Violence Attitudes In White College Students. Journal Of College Student Development 45(2):119–131.

[19] DeKeseredy, W. (2015). Critical Criminological Understandings Of Adult Pornography And Woman Abuse: New Progressive Directions In Research And Theory. International Journal For Crime, Justice And Social Democracy, 4(4), 4-21. Doi:10.5204/Ijcjsd.V4i4.184; Simmons, C. A., Lehmann, P., & Collier-Tenison, S. (2008). Linking Male Use Of The Sex Industry To Controlling Behaviors In Violent Relationships: An Exploratory Analysis. Violence Against Women, 14(4), 406-417. Doi:10.1177/1077801208315066; Shope, J. H. (2004), When Words Are Not Enough: The Search For The Effect Of Pornography On Abused Women. Violence Against Women, 10(1), 56-72. Doi: 10.1177/1077801203256003

[20] Wright, P., Tokunaga, R. S., & Kraus, A. (2015). A Meta-Analysis Of Pornography Consumption And Actual Acts Of Sexual Aggression In General Population Studies. Journal Of Communication, 66(1), 183-205. Doi:10.1111/Jcom.12201

[21] Peter, J. & Valkenburg, P. M., (2016) Adolescents And Pornography: A Review Of 20 Years Of Research. Journal Of Sex Research, 53(4-5), 509-531. Doi:10.1080/00224499.2016.1143441 (“Existing Research Has Produced Consistent Evidence That Adolescents’ Pornography Use Is Related To Their Sexual Attitudes.”); Bridges, A. J. (2010). Pornography’s Effect On Interpersonal Relationships. In J. Stoner And D. Hughes (Eds.) The Social Costs Of Pornography: A Collection Of Papers (Pp. 89-110). Princeton, NJ: Witherspoon Institute.

See the original post on Ebanglatech 


0 Comment "পর্ণোগ্রাফি যেভাবে আপনার অজান্তেই মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে!!"

একটি মন্তব্য পোস্ট করুন