নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ সংস্করণের পর নয় বাদ দিয়ে সরাসরি উইন্ডোজ ১০ বাজারে ছাড়ার অর্থ হচ্ছে মানুষ যেভাবে ট্যাবলেট, ফোন ও কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করে তাকে একীভূত করা।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘উইন্ডোজ ১০ এক নতুন যুগের সূচনা করবে।’
মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হবে অধিক দ্রুতগতির, অধিক নিরাপদ ও সহজ। নতুন এই অপারেটিং সিস্টেমে স্টার্ট বাটন ফিরে আসছে যা উইন্ডোজ ৮ এর সময় সরিয়ে ফেলেছিল মাইক্রোসফট। এ ছাড়াও ফিচার হিসেবে উন্নত ডিজিটাল সহকারী, দ্রুতগতির ব্রাউজার আনছে মাইক্রোসফট।
দীর্ঘদিন ধরেই মাইক্রোসফটের নতুন এই সফটওয়্যার প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে। মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, নতুন সফটওয়্যার দেখতে পরিচিত মনে হবে কিন্তু এতে নতুন অনেক ফিচার ব্যবহার করার সুবিধা থাকবে। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিনা মূল্যে আজ থেকে এটি ডাউনলোড করা যাবে।
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ব্যবসার মূল অংশ হচ্ছে উইন্ডোজ। প্রায় ১৫০ কোটি উইন্ডোজ সফটওয়্যার ব্যবহারকারীর হিসেবে বিশ্বের ডেস্কটপ কম্পিউটারের বাজারের সিংহভাগ ধরে রেখেছে মাইক্রোসফট। কিন্তু বর্তমান যুগে স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যবহার বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে কম্পিউটিং ডিভাইস হিসেবে মাত্র ১৪ শতাংশ মাইক্রোসফটের দখলে রয়েছে বলে বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে।
0 Comment "Download all versions of Windows 10 (Official ISO Direct Link+Serial)"
একটি মন্তব্য পোস্ট করুন